Published by Editor on December 3, 2022 মার্কেটিং আর সেলস। এই দুইটা একে অপরের পরিপূরক। তবে এদের মধ্যে ব্যবধান অনেক। ফেসবুক প্রমোশনে আপনি শুধু মার্কেটিং করছেন। সেলস কিন্তু শুধু মার্কেটিং ছাড়াও আরো অনেক কিছুর উপর নির্ভর করে। যেমন- আপনার প্রোডাক্ট কতোটা আকর্ষণীয়, তার দাম কেমন, অন্য পেইজে তা কেমন দামে সেল হয়, আপনার পেইজের কোয়ালিটি, আপনার নিজের ফেইস ভ্যালু, আপনার বা আপনার ব্যবসায়ের উপর মানুষের আস্থা, আপনার পেইজের অন্যান্য পোস্ট, আপনার কাস্টোমার ডিল করার দক্ষতা (মানে আপনার সেলস স্কিল), ইত্যাদি অনেক কিছুর উপর নির্ভর করে। আপনি এই ব্যাপারে আমাদের বিজনেস কাউন্সেলিং সার্ভিসে আরো বিস্তারিত জানতে পারবেন।