একজন নতুন উদ্যোক্তার জন্য প্রতিটা স্টেইপ খুব ঝুঁকিপূর্ণ। কিভাবে শুরু করবেন, প্রথমে কি করবেন, কিসের পর কি করলে ভালো হতে পারে, ঝুঁকি কতোটা হতে পারে তার ধারণা নেয়া অথবা ঝুঁকি কমানোর ব্যবস্থা করা- এই প্রতিটি বিষয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বর্তমান Information Technology এর যুগে আপনাকে অবশ্যই নিতে হবে ডিজিটাল সার্ভিস। এখানেও অনেক ঝুঁকি। যখনই কোন একটা Industry সম্ভাবনার স্বপ্ন দেখাতে শুরু করে, তখনই আবার এই সুযোগ নিয়ে অনেকে প্রতারণা করে থাকে। এরই একটা ছোট্ট উদাহরণ Unauthorized কুপন ব্যবহার করে Facebook Marketing Service. আপনি হয়তো কোন ব্যক্তি বা এজেন্সীকে আপনার পেইজের প্রমোশন/ বুস্টের দায়িত্ব দিয়েই নিশ্চিন্ত মনে আছেন। হয়তো সেই একটা স্টেইপই আপনার অনেক কষ্টে তিল তিল করে Develop করা বিজনেস পেইজের অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাড়াতে পারে। এমনই সব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে Wise Dynamic IT দিচ্ছে Digital Services to Kick-Start Online Business. শুরু থেকেই কিভাবে সঠিক উপায়ে স্টেইপ-বাই-স্টেইপ আপনার বিজনেসের জন্য ডিজিটাল সার্ভিস নিয়ে আপনার Dream Business Project টাকে Develop করবেন তারই একটা ধারণা পাবেন এই পোস্ট থেকে।
একটা Business বা Brand কে পরিচিত করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা Element হচ্ছে গ্রাফিক্স ম্যাটারিয়াল। যেমনঃ লোগো, কাভার ফটো বা ব্যানার, বিজনেস কার্ড, লেটার হেড প্যাড ইত্যাদি। অনেকেই ব্যাপারটাকে গুরুত্ব দেন না অথবা প্রফেশনাল কোন সার্ভিস Afford করতে পারেন না। আমারা শুধুমাত্র নতুন উদ্যোক্তাদের জন্য দিচ্ছি সাধ্যের মধ্যে প্রফেশনাল গ্রাফিক্স ওয়ার্কের সুযোগ।
যখনই আপনি বিজনেসে Digital Service এর ব্যবহার শুরু করতে চাইবেন তার শুরুতেই আপনার প্রয়োজন হবে একটা Facebook Business Page. চাইলে আপনি নিজেই একটা পেইজ Create করে শুরু করতে পারেন। তবে আপনি যদি নিজে বিষয়গুলো ঠিকমতো না বুঝতে পারেন আমাদের সার্ভিস নিতে পারেন।
বর্তমানে প্রমোশন বা বুস্ট ছাড়া Facebook Business Page এর Reach একদম হয় না বললেই চলে। এ কাজের জন্য আপনি ফ্রি-ল্যান্সার থেকে শুরু করে ছোট বড় অনেক এজেন্সী পাবেন। তবে অবশ্যই ব্যাপারটা অনেক স্পর্শকাতর। সঠিক পেমেণ্ট সিস্টেম ব্যবহার না করলে আপনার পেইজের ভালোর বদলে ক্ষতি হওয়াটাও অস্বাভাবিক না।
যখনই কোন ক্ষেত্রে প্রতিযোগিতা বেশি থাকে তখন আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই কিছু ভিন্নতা যোগ করতে হবে। Facebook Business Page অনলাইন বিজনেসে অনেক বেশি সহায়ক হলেও একটা Website আপনার নিজস্ব Identity. তাছাড়া ব্যবসায় পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ Web Apps এর প্রয়োজন তো থাকছেই।
আপনি তখনই আত্নবিশ্বাসী হয়ে উঠবেন যখন আপনি কোন বিষয়ের খুঁটি-নাটি জানবেন। সেই লক্ষ্যেই আমরা বিজনেসে Digital Services এর ব্যবহার এবং করণীয় সম্পর্কে Counseling এবং Training এর ব্যবস্থা করে থাকি। আপনি আপনার ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় স্কিল Develop করতে আমাদের সেশনে অংশগ্রহণ করতে পারেন।