Published by Editor on December 4, 2022 সব কিছুরই একটা গ্রহণযোগ্যতা, Authenticity, Reliability বা Authority এর ব্যাপার থাকে। যেমন আপনি যখন একটা বিজনেস শুরু করবেন, প্রথম দিনেই আপনাকে কেউ বিশ্বাস করবে না। তেমনি করে যখন মাত্র একটা Facebook পেইজ খুলবেন কেউ আপনাকে বিশ্বাস করবে না। ধীরে ধীরে আপনার কাজ, পণ্য, সেবা বা আপনার ব্যক্তিত্ব দেখে মানুষ আপনাকে বিশ্বাস করবে, আপনার উপর ভরসা করবে। তেমনি একটা Website ও আপনি Live করে দিলেই সেটা গ্রহণযোগ্যতা পাবে না। মানুষ তো না-ই, Google বা অন্য কোন Search Engine এর কাছেও তার গ্রহণযোগ্যতা বাড়তে সময় প্রয়োজন। এই গ্রহণযোগ্যতা বাড়ানোর অনেক কৌশল আছে। তার মধ্যেই অনেক Effective একটা কৌশল হচ্ছে Blogging.